শিক্ষার্থী ও মিডিয়াকর্মীদের জন্য ভিসা কঠিন করছে যুক্তরাষ্ট্র
শিক্ষার্থী, মিডিয়াকর্মী ও কালচারাল এক্সচেঞ্জ ভিজিটরদের জন্য ভিসা নিয়মে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন। গতকাল বুধবার প্রশাসনের এক প্রস্তাবিত খসড়ার বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বার্তা সংস্থাটি জানায়, অভিবাসন নিয়ে চলমান কড়াকড়ির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অভিবাসন নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন।
এই পদক্ষেপ কার্যকর হলে বিদেশি শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থান বাড়াতে হলে নতুন করে আবেদন করতে হবে। আগে যেমন প্রোগ্রাম বা চাকরির মেয়াদের ওপর ভিসা বৈধ থাকত, সেই সুবিধা আর থাকবে না। সরকারি তথ্যে জানা গেছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ-ভিসায় পড়াশোনা করছে। একই বছরে প্রায় ৩ লাখ ৫৫ হাজার এক্সচেঞ্জ ভিজিটর এবং ১৩ হাজার বিদেশি সাংবাদিক ভিসা পেয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নতুন প্রস্তাব অনুযায়ী— শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের ভিসা সর্বোচ্চ ৪ বছর থাকবে। বিদেশি সাংবাদিকদের ভিসা সর্বোচ্চ ২৪০ দিন;তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন। এবং মেয়াদ শেষ হলে ভিসা নবায়নের জন্য নতুন করে আবেদন করতে হবে।
ট্রাম্প প্রশাসনের দাবি, এ পদক্ষেপ ভিসাধারীদের ওপর আরও কার্যকর নজরদারি ও তদারকি নিশ্চিত করবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে এ প্রস্তাবকে সাধুবাদ জানায়নি অনেকে। শিক্ষা নিয়ে কাজ করা অলাভজনত আন্তর্জাতিক শিক্ষা সংস্থা নাফসা বলেছে, এ ধরনের কড়াকড়ি যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
এর আগে ২০২০ সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের প্রস্তাব দিয়েছিল, যা বাইডেন প্রশাসন ২০২১ সালে বাতিল করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস