বৃদ্ধ দুলাভাইকে পিটিয়ে হত্যা করলেন ২ ভাই!
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে মোজাহার আলী ব্যাপারী (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই শ্যালকের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার প্রধান বাজারের ব্যাপারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোজাহার আলী উপজেলার গিদারী ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের এসহাক আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর তালুকদার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোজাহার আলী তার শ্বশুরের থেকে ২৪ বছর আগে ২৫ শতক জমি কিনেছিলেন। কিন্তু সেই জমি রেজিস্ট্রি না দিয়েই তার শ্বশুর মারা যান। পরে মোজাহার আলী তার শ্যালকদের কাছে ওই কেনা জমির রেজিস্ট্রেশন চান। কিন্তু শ্যালকরা দফায় দফায় দিন ঠিক করলেও জমির রেজিস্ট্রি করে দেননি। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল।
গত মঙ্গলবার অভিযুক্ত শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে গতকাল বুধবার রাতে ওই জমি নিয়ে ফের আলোচনায় বসেন। কিন্তু বৈঠকে উভয়ের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে মোজাহার আলীকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছেন।‘