নিয়ন্ত্রিত বোলিং করলেও ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব
সাকিব আল হাসান বল হাতে আক্রমণে আসতেই গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে থাকা সমর্থকদের মাঝে বাড়ে উত্তেজনা। সেই প্রত্যাশার প্রতিদানও মেলে দ্রুত—তৃতীয় বলেই উইকেট তুলে নেন সাকিব। কিন্তু এরপর ম্যাচে খুব একটা আনন্দের উপলক্ষ মেলেনি তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জন্য।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ৮ উইকেটের বড় পরাজয় বরণ করতে হয় তাদের। ব্যাটে বল দুদিকেই নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব, যদিও বোলিংয়ে ছিলেন তুলনামূলকভাবে ধারাবাহিক।
ব্যাটিংয়ে নামেন পাঁচ নম্বরে, কিন্তু ইনিংস টিকিয়ে রাখতে পারেননি বেশি সময়। ১৪ বল খেলে করেন ১৩ রান। বল হাতে ৪ ওভার বোলিং করে দেন ২৫ রান, উইকেট পান একটি। যদিও বল হাতে আগের ম্যাচে ৩ উইকেট ও ব্যাটে ২৫ রানের ঝলকে হয়েছিলেন ম্যাচসেরা, এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন।
ত্রিনিদাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় অ্যান্টিগা। মোহাম্মদ আমির দ্বিতীয় বলেই ফেরান রাকিম কর্নওয়ালকে, এরপর পঞ্চম বলে তুলে নেন কারিমা গোরকে। শুরুতেই ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
এরপর জুয়েল অ্যান্ড্রু ও আন্দ্রিয়েস হাউস কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। হাউস ১৭ রান করে আউট হয়ে গেলে ভাঙে ৪৬ রানের জুটি। সাকিব এরপর ব্যাট হাতে আসেন, প্রথম বলেই ব্যাটের কানায় লেগে মারেন একটি চার। তবে বেশি সময় টিকতে পারেননি। আকিল হোসেনকে রিভার্স সুইপে চার মারলেও পরের ওভারেই নারাইনের হাতে ধরা পড়ে ফেরেন সাজঘরে।
ইনিংসের মাঝপথেই ৭১ রানে ৬ উইকেট হারায় অ্যান্টিগা। পরিস্থিতি সামাল দেন অধিনায়ক ইমাদ ওয়াসিম ও লোয়ার অর্ডারের ব্যাটার উসামা মির। দুজনেই দারুণ ব্যাটিং করে দলকে ১৪৬ রানে পৌঁছে দেন। ইমাদ অপরাজিত থাকেন ৩৭ রানে, মির করেন ৩৪।
ছোট লক্ষ্য তাড়ায় দারুণ সূচনা পায় ত্রিনবাগো। প্রথম তিন ওভারে ২৬ রান তোলার পর আক্রমণে আসেন সাকিব এবং তৃতীয় ওভারেই ফেরান কলিন মানরোকে। পাওয়ার প্লেতে আরও একটি ওভার করেন, সেখানে কিছুটা রান খরচ হলেও পরে নিজের দ্বিতীয় স্পেলে নিয়ন্ত্রিত ছিলেন।
তবে বল হাতে চেষ্টার পরও দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারেননি। দ্বিতীয় উইকেটেই ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ বের করে নেন অ্যালেক্স হেলস ও কেসি কার্টি। কার্টি খেলেন ৬০ রানের ইনিংস, হেলস অপরাজিত থাকেন ৫৫ রানে। পুরান খেলেন ১১ বলে ২২ রানের ঝড়ো ক্যামিও।
এখন পর্যন্ত ছয় ইনিংসে সাকিব করেছেন ৭৭ রান, খেলেছেন ৮১ বল। বল হাতে নিয়েছেন ৫ উইকেট, ইকোনমি রেট ৬.৭২।
এই হার সত্ত্বেও সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, তবে তারাই খেলেছে সবচেয়ে বেশি ম্যাচ। এখনও দুটি দল খেলেছে মাত্র তিনটি করে ম্যাচ।
সাকিবদের সামনে পরবর্তী চ্যালেঞ্জ সেন্ট লুসিয়া কিংস, রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে তারা।