গুরুদাসপুরে বাল্যবিয়ে রেজিস্ট্রি করায় কাজির কারাদণ্ড
নাটোরের গুরুদাসপুরে ভুয়া কাবিন রেজিস্ট্রার তৈরি ও বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে আব্দুল লতিফ নামের এক কাজিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার সন্ধ্যায় লতিফ কাজির অফিসে এবং বাসায় ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। তল্লাশির সময় ভুয়া রেজিস্ট্রার উদ্ধারসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২২৮ ধারায় দোষী সাব্যস্ত করে বিবাহ নিরোধ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, পৌরসদরের উত্তর নারিবাড়ি মহল্লার কেফাত মোল্লার ছেলে লতিফ কাজি দীর্ঘদিন ধরে গোপনে বাল্যবিয়ে পড়ানোসহ বিভিন্ন ধরনের জালিয়াতি কার্যক্রমে জড়িত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, ‘বাল্যবিয়ে ও প্রতারণা প্রমাণিত হওয়ায় লতিফ কাজিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’