বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১২:৫৭
শেয়ার :
বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া

প্রাণঘাতী রোগ এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীদের দাবি, আগামী দুই বছরের মধ্যে এই টিকার ব্যবহার শুরু হতে পারে। রুশ বার্তা সংস্থা আরটির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

রাশিয়ার যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি। দেশটির চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা বিষয়ক সরকারি প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার টিকা তৈরির কাজ করছে। গতকাল বুধবার গামালিয়া ন্যাশনাল সেন্টারের মহামারিবিদ্যা (এপিডেমিওলজি) বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন বলেনম সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি অনুসরণ করে প্রস্তুত করা হবে এই টিকা। 

এমআরএনএ-এর পূর্ণরূপ ম্যাসেঞ্জার রাইবো-নিউক্লিয়িক এসিড। প্রচলিত পদ্ধতিতে টিকা প্রস্তুত করার ক্ষেত্রে মৃত বা বিশেষভাবে প্রক্রিয়াজাত জীবাণু ব্যবহার করা হয়, তবে এমআরএনএ প্রযুক্তিতে এ পদ্ধতি অনুসরণ করা হয় না, বরং ব্যবহার করা হয় এক ধরণের প্রোটিন—যা দেহের অভ্যন্তরে প্রবেশের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মানবদেহের সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করে।