ভক্তদের উপহার দেবেন মেহজাবীন
শোবিজের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কিছুই তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সেই ভক্তদের নিয়েই এবার খেলায় মাতলেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, নিয়মিত ভক্তদের উপহার দেওয়ার কথাও বললেন মেহজাবীন।
শুরুটা করেন গতকাল বুধবার, একটি শাড়ি দিয়ে। মেহজাবীন জানান, ভক্তদের মধ্য থেকে একজনকে একটি শাড়ি উপহার দেবেন তিনি। আর অভিনেত্রীর কাছ থেকে শাড়িটি জিতে নিতে হবে, মানতে হবে কয়েকটি শর্তও।
‘ফ্যান গিভ অ্যাওয়ে’ উল্লেখ করে সেই পোস্টে একটি কালো রঙের শাড়ি পরা ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আমার সাম্প্রতিক ছবির শাড়িটা আপনাদের এত পছন্দ হয়েছে যে ভাবলাম, সেটাই একজন ফ্যানকে উপহার দিই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শাড়িটি জেতার জন্য কী করতে হবে জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘কমেন্টে ট্যাগ করুন আপনার প্রিয়জনকে (মা, বোন, কাজিন, বন্ধু- যে কেউ হতে পারে)। লিখুন একটা কারণ কেন আমি এই শাড়িটা তাকে উপহার দেব। এই ছবিটা আপনার টাইমলাইনে শেয়ার করুন। আমার পাশে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’
পুরস্কার জেতার জন্য গতকাল দুপুর পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন মেহজাবীন। অভিনেত্রী নিয়ম মেনে উত্তর দিয়ে একজন সেই শাড়িটি জিতেও নিয়েছেন। তবে অন্যদের হতাশ করেননি তিনি। জানিয়েছে, আগামী মাসেও ভক্তদের জন্য থাকছে অন্য কোনো উপহার। একইভাবে ভক্তদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট