দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১২:০৩
শেয়ার :
দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিল করে সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণের এক দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ।

গতকাল বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন জানানো হয়, বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যেগে গত ৩০ জুন শ্রম ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামানের আহ্বানে ১০ সদ্যসের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। সেখানে শ্রম সচিব এবং একাধিক যুগ্মসচিবের উপস্থিতিতে প্রতিনিধি দল তাদের দুঃখ দুর্দশার কথা জানান। এর প্রেক্ষিতে শ্রম সচিব, যুগ্মসচিব, সহকারী সচিবসহ আরও উর্দ্ধতন কর্মকর্তার সমন্বয়ে ৫ সদস্যের একটি টিম এবং সংগঠন থেকে ৫ জন সদস্যের তালিকা নিয়ে একটি টেকনিক্যাল কমিটি করার কথা জানানো হয়। 

কিন্তু আজ পর্যন্ত তেমন কেনো কমিটি ও সভা না হওয়ায় সংবাদ সম্মেলনে শ্রম সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়। বলা হয়- আগামী ১০ কর্মদিবসের মধ্যে যদি টেকনিক্যাল কমিটির সভা না হয় তাহলে আগামী ১৪ সেপ্টেম্বর আবারও লাগাতার আবস্থান কর্মসূচিতে যাবে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ।

সংবাদ সম্মেলনে কিছু দাবি ও সমস্যার কথা উত্থাপিত হয়। যার মধ্যে রয়েছে- মাসিক বেতন প্রদান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণ এবং বাৎসরিক ৫% হারে বেতন বৃদ্ধিকরণ।

উৎসব বোনাস, বৈশাখী ভাতা, ঝুঁকি ভাতা, অধিকাল ভাতা, চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা থেকে বঞ্চিত।

চাকরির নিশ্চয়তা, বিনা কারণে চাকরিচ্যুত করা, তদন্ত কমিটি গঠন ছাড়াই চাকরিচ্যুত করা।

মাতৃত্বকালীন ছুটি ও বাৎসরিক নৈমিত্তিক ছুটি থেকে বঞ্চিত; চাকুরির নিয়োগপত্র প্রদান ও কর্মঘন্টা নির্ধারণ এবং অনেক প্রতিষ্ঠানে পদবী থেকে বঞ্চিত; জীবন বাজি রেখে করোনা মহামারীতে অংশগ্রহণকারী প্রণদনা ও সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকা।