টমেটোতে ভিজে গেছে স্পেন /

‘লা টমাটিনা’ উৎসবের মজার চিত্র দেখুন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১০:২১
শেয়ার :
‘লা টমাটিনা’ উৎসবের মজার চিত্র দেখুন

স্পেনের ভ্যালেন্সিয়ার নিকটে বুনল শহরে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ‘লা টমাটিনা’ খাদ্য যুদ্ধ উৎসব, যা এবার ৭৮তম বার পালিত হলো। ১৯৪৫ সালে স্থানীয় শিশুদের মধ্যকার এক খাদ্যযুদ্ধ থেকেই এই উদ্ভট ও রঙিন উৎসবের সূত্রপাত।

২০০২ সালে স্পেন সরকার এটি আন্তর্জাতিক পর্যটন আকর্ষণ হিসেবে ঘোষণা করে।

উৎসবে অংশগ্রহণকারীরা প্রধান সড়কে জড়ো হন, যেখানে টমেটো বোঝাই ট্রাক অবতরণ করে। ঢলে ঢলে টমেটো ছোড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পুরো শহর রঙিন হয়ে ওঠে। উৎসবটিতে কেবল স্থানীয় মানুষই নয়, বিদেশি পর্যটকরাও অংশ নেন এবং আনন্দে ভেসে যান।

এবারের উদযাপনেও অংশগ্রহণকারীরা উচ্ছ্বাসে ভেসে উঠেছেন, ট্রাক থেকে টমেটো ছোড়া থেকে শুরু করে রাস্তায় আনন্দের ঢল অব্যাহত ছিল। 

খাদ্য যুদ্ধের এই রঙিন মুহূর্তের ছবিগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে উৎসবের চমক, উল্লাস ও বিশাল ভিড়ের চিত্র স্পষ্ট দেখা যাচ্ছে।

‘লা টমাটিনা’ শুধু মজার উৎসবই নয়, এটি স্পেনের সাংস্কৃতিক ও পর্যটন অনুষ্ঠানে পরিণত হয়েছে। 

প্রতি বছর আগস্টের শেষ বুধবার এটি অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে টমেটোর বন্যায় ভিজে আনন্দ উপভোগ করেন।