পিরোজপুরে কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক ১

পিরোজপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ১০:০২
শেয়ার :
পিরোজপুরে কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক ১

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। 

বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী কলেজছাত্রী গণমাধ্যমকে জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি তার পালিতা মায়ের বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে ইজিবাইকের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ইজিবাইকে ওঠার পর ৪ জন অজ্ঞাত যুবক তার মুখ চেপে ইজিবাইকে করে উপজেলার চিথলিয়া গ্রামের নির্জন একটি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ধর্ষিতার। 

গতকাল বুধবার দুপুরে শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোর্শেদ কামাল পুলিশের সহায়তায় ধর্ষিতাকে জেলা হাসপাতালে এনে ভর্তি করেন। 

ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, তার পিতামাতা কেউ জীবিত নেই। ছোটবেলা থেকেই তিনি শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকতেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে শংকরপাশায় এসেছেন। 

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের ধরতে বর্তমান আটক ব্যাক্তির নাম জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। 

এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।