লেবানন সফর সংক্ষিপ্ত করলেন মার্কিন দূত
মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক দক্ষিণ লেবাননে তার সফর সংক্ষিপ্ত করেছেন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
বুধবারের পরিবর্তিত সফরটি হয়েছে এমন সময়ে, যখন ওয়াশিংটন কর্তৃক হিজবুল্লাহকে নিরস্ত্র করার চাপের বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং এর পাশাপাশি সাংবাদিকদের অপমান করায় বারাকের সাম্প্রতিক মন্তব্য নিয়েও ক্ষোভ অব্যাহত রয়েছে।
জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ব্যারাককে হেলিকপ্টারে করে ইসরায়েলি সীমান্তের কাছে মারজায়ুনে লেবাননের একটি সেনাবাহিনীর ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে বুধবার তার আগমনের আগেই সেনা মোতায়েন করা হয়েছিল।
তবে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধে বিধ্বস্ত খিয়াম শহর ও উপকূলীয় শহর টায়ারে ব্যারাকের পূর্বনির্ধারিত সফর পরে বাতিল করা হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উল্লেখ্য, শীর্ষ এ মার্কিন কূটনীতিকের বিরূপ মন্তব্যের পর লেবাননে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় একদল সাংবাদিককে তিনি ‘ভদ্র আচরণ’ করতে বলায় ক্ষুব্ধ সাংবাদিক মহল তাকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।
স্থানীয় সময় মঙ্গলবার বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারাক। বৈঠকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আল জাজিরা সূত্রে জানা গেছে, বৈঠকের পর ব্রিফ করার সময় সাংবাদিকদের একসঙ্গে প্রশ্ন ছুড়ে দেওয়ায় টম ব্যারাক বিরক্তি প্রকাশ করেন। এমনকি সাংবাদিকদের আচরণের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতেরও তুলনা টানেন তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ব্যারাক বলেন, ‘আমরা আলাদা কিছু নিয়ম মেনে চলব… দয়া করে এক মুহূর্ত চুপ থাকুন।’
তিনি আরও যোগ করেন, ‘আমি একটা কথা বলতে চাই- যেই মুহূর্তে এটা বিশৃঙ্খল, পশুসুলভ আচরণে রূপ নেবে, আমরা সেখান থেকে সরে যাব। আপনারা জানতে চান কী হচ্ছে? তাহলে ভদ্র হোন, সদয় হোন, সহনশীল হোন। কারণ এটাই আসলে এই অঞ্চলের সমস্যার মূল।’
ব্যারাক আরও বলেন, ‘আপনাদের সদয় ব্যবহার, আগ্রহ এবং ভেবেচিন্তে করা প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা জবাব দেব। কিন্তু যদি আপনারা এভাবে কাজ করতে না চান, তাহলে আমরা এখান থেকে চলে যাব।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ব্যারাকের এমন মন্তব্যে লেবানন এবং তার আশেপাশের অঞ্চলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।