চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ০৯:১৩
শেয়ার :
চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটিকে তার প্রথম আন্তর্জাতিক পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হিসেবে দেখা হচ্ছে।

তথাকথিত এ ‘বিজয় দিবস’ কুচকাওয়াজটি জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মোট ২৬ জন রাষ্ট্রপ্রধান এই আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে।

কুচকাওয়াজে চীন তাদের সর্বশেষ অস্ত্রভাণ্ডার প্রদর্শন করবে, যার মধ্যে শত শত বিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন সিস্টেম থাকবে। এটাই হবে প্রথমবারের মতো চীনা সেনাবাহিনীর নতুন কাঠামোকে পুরোপুরি প্রদর্শনের সুযোগ।

অত্যন্ত সাজানো-গোছানো এই কুচকাওয়াজে তিয়ানআনমেন স্কয়ার জুড়ে হাজার হাজার সেনা একসঙ্গে পদযাত্রা করবে। এতে অংশ নেবে চীনের সেনাবাহিনীর ৪৫টি ভিন্ন ইউনিটের সদস্যরা এবং যুদ্ধের অভিজ্ঞ প্রবীণ সৈনিকরাও।

৭০ মিনিটের এই কুচকাওয়াজ তত্ত্বাবধান করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অনুষ্ঠানটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন আন্তর্জাতিক বিশ্লেষক ও পশ্চিমা শক্তিগুলো।

এবার কিম জং উনের উপস্থিতি ২০১৫ সালের শেষ বিজয় দিবস কুচকাওয়াজ থেকে বড় পরিবর্তন। সেবার উত্তর কোরিয়া শুধু শীর্ষ কর্মকর্তা চো রিয়ং-হে-কে পাঠিয়েছিল। কিন্তু এবার কিম যদি বেইজিংয়ের কেন্দ্রস্থলে কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শির পাশে দাঁড়ান, তা তা হবে এক ঐতিহাসিক মুহূর্ত।

একই সঙ্গে এটি শি জিনপিংয়ের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবেও বিবেচিত হবে।