সিরিয়ার ভেতরে তীব্র অভিযান চালালো ইসরায়েল
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে কিসওয়ায় একটি প্রাক্তন সেনা ব্যারাকে ইসরায়েলি বাহিনী ধারাবাহিক হামলা চালিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া টিভির বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আল জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সি দ্বারা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বুধবার গ্রামের বিভিন্ন স্থানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
এদিকে, সিরিয়ার একটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী চারটি হেলিকপ্টার ব্যবহার করে ব্যারাকে অবতরণ করে অভিযান পরিচালনা করেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সূত্র অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করে এবং কয়েক ডজন সৈন্য ও বিপুল পরিমাণে অনুসন্ধান সরঞ্জাম নিয়ে গেছে।
তবে অবতরণে জড়িত ইসরায়েলি বাহিনী এবং সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এতে আরও বলা হয়েছে, এই আক্রমণ সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।
এই অভিযানের আগের দিন কিসওয়া এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় ছয়জন সিরীয় সেনা নিহত হন। এদিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের কর্মকর্তারা ক্রমশই ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে, দেশটি ওই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তারের চেষ্টা করছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস