প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা /
দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ বুধবার শাহবাগে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসময় ডিএমপি কমিশনার বলেন, রংপুরের ঘটনায় এরই মধ্যে জিডি হয়েছে। তারা আসামিকে খোঁজার চেষ্টা করছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আগামীকাল আমি একটা তদন্ত কমিটি করব।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছেড়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তারা সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।