কৃষি জমি রক্ষায় দ্রুত আইন করা হচ্ছে: কৃষি উপদেষ্টা
কৃষি জমি রক্ষায় দ্রুত আইন করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘খুব দ্রুতই ফসলি জমি রক্ষায় কৃষি আইন উন্নয়ন করা হচ্ছে। কেউ চাইলে যাতে ফসলি জমিতে কোনো শিল্প প্রতিষ্ঠান না করতে পারে। এ আইন প্রনয়ণ করা হলে কৃষকের ফসলি জমি সুরক্ষা হবে।’
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প’ এর আওতায় নির্মিত ফারমার্স মিনি কোল্ড স্টোর উদ্বোধন করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কৃষি উপদেষ্টা বলেন, ‘এখন থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কৃষকদের জমির ওপর দিয়ে নতুন সড়ক নির্মাণ করলে তার যথাযথ মূল্য দিতে হবে। আর রোডস অ্যান্ড হাইওয়ে জমি অধিগ্রহণ করলে কৃষকরা তিনগুণ মূল্য পাবেন।’
কৃষকদের মধ্যে স্বত্বভোগীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কৃষি উপদেষ্টা আরো বলেন, ‘কৃষকের স্বার্থে পর্যায়ক্রমে সারাদেশে ১০০ মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে। এতে কৃষকরা ফসল সংরক্ষণে সুবিধা পাবেন এবং ভোক্তারাও ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এসময় উপস্থিত কৃষকদের দাবির প্রেক্ষিতে কৃষি জমির জলাবদ্ধতা রক্ষায় মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ ঘেঁষে প্রবাহিত জেলা পরিষদের খালটি দখল মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট সকল প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের সচিব এমদাদুল হক, কৃষিসম্প্রসারণ সচিব সাইদুল আনম, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, কৃষি বিভাগের পরিচালক ড. মো. এমদাদুল্লাহ মিয়ান, পরিচালক (সরেজমিন) এমদাদুর রহমান মণ্ডল, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা রবি আহনুর আহমেদ, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার এবং থানার ওসি জেওএম তৌফিক আজম প্রমুখ।