কোকেনসহ ধরা গায়ানার নাগরিক ৫ দিনের রিমান্ডে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তার গায়ানার নাগরিক ক্যারেন পেটুলা স্টাফলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট নাজমিন আক্তার এই রিমান্ডের আদেশ দেন।
শুনানিকালে ক্যারেন পেটুলা স্টাফলের পক্ষে কোনো আইনজীবী ছিল না।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
গত মঙ্গলবার কাষ্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান জানান, গত সোমবার বিমানবন্দরে গায়ানার এ নারীকে তল্লাশি করেন কর্মকর্তারা। এ সময় ওই নারীর থেকে ৮ কেজি ৬০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। যার বাজার মুল্য ১৩০ কোটি টাকা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
আরও পড়ুন:
প্রকাশ্যে নোবেলের ‘অপরাধ’র ভিডিও