কোকেনসহ ধরা গায়ানার নাগরিক ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৫, ১৯:৩৩
শেয়ার :
কোকেনসহ ধরা গায়ানার নাগরিক ৫ দিনের রিমান্ডে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তার গায়ানার নাগরিক ক্যারেন পেটুলা স্টাফলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট নাজমিন আক্তার এই রিমান্ডের আদেশ দেন।

‎শুনানিকালে ক্যারেন পেটুলা স্টাফলের পক্ষে কোনো আইনজীবী ছিল না।‎

‎মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।‎

‎গত মঙ্গলবার কাষ্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান জানান, গত সোমবার বিমানবন্দরে গায়ানার এ নারীকে তল্লাশি করেন কর্মকর্তারা। এ সময় ওই নারীর থেকে ৮ কেজি ৬০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। যার বাজার মুল্য ১৩০ কোটি টাকা।

‎এ ঘটনায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।