প্রকাশ্যে নোবেলের ‘অপরাধ’র ভিডিও
একের পর এক অঘটন ঘটিয়ে খবরের শিরোনামে থাকছেন ‘সারেগামাপা’খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। সবশেষ খুলনার এক তরুণীর সঙ্গে তার ‘বিয়ে-কাণ্ড’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে কটাক্ষের ঝড়। জানা গেছে, এরই মধ্যে তাকে নেওয়া হয়েছে রিহ্যাব তথা পুনর্বাসন কেন্দ্রে।
এই সময়ের মধ্যেই আবার প্রকাশ্যে এলো নোবেলের আরেকটি ‘অপরাধ’! না, এটা বাস্তবের কোনো অপরাধ নয়, তার নতুন গান। যেটা প্রকাশ হয়েছে রিও মেলোডি নামের একটি ইউটিউব চ্যানেলে।
‘তুমিও তো পারতে, আমারই মতো/ ভালোবেসে মরতে, প্রতিনিয়ত/ বুঝতে আমি কেমন করে পুড়ে পুড়ে হয়ে গেছি ছাই/ প্রেমের চিঠি চলে গেছে কেন ভুল ঠিকানায়’ এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সী। মিউজিক করেছেন সালমান জাইম।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গানের ভিডিওতে দেখা যাবে ‘গহীন বালুচর’খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর ও কেয়া আল জান্নাহকে৷ এর নির্দেশনা দিয়েছেন নির্মাতা কামরুল জিন্নাহ৷ প্রযোজনায় আছেন মিনহাজুল আলম সুপ্রিয়।
গানটি প্রসঙ্গে তরুণ মুন্সী বলেন, ‘ব্যক্তিগত জীবনের বিতর্ক আলাদা বিষয়। কিন্তু গায়ক হিসেবে নোবেল কিন্তু মেধাবী, সম্ভাবনাময়। এই গানটিও সে চমৎকার গেয়েছে। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট