৫৭ জনকে বাংলাদেশে পুশইনের কথা জানালেন আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ১৮:৪৩
শেয়ার :
৫৭ জনকে বাংলাদেশে পুশইনের কথা জানালেন আসামের মুখ্যমন্ত্রী

বাংলাদেশি সন্দেহে আটকের পর ৫৭ জনকে বাংলাদেশে পুশব্যাক (বাংলাদেশের ক্ষেত্রে পুশইন) করার কথা জানালেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সামাজিক যোগামাধ্যম এক্স-এ দেওয়া দুই পোস্টে তিনি এ তথ্য জানান।

গত সোমবার দেওয়া পোস্টে আসামের মুখ্যমন্ত্রী লেখেন, ‘সতর্ক চোখ, দ্রুত পদক্ষেপ। শ্রীভূশি ও দক্ষিণ সালমারা থেকে ৩৬ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়েছে।’

তিনি লেখেন, ‘এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যা পরিবর্তন করছে এবং আধিবাসীদের অধিকার লঙ্ঘন করছে। তাদেরকে নিজেদের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।’  

এদিকে, গতকাল মঙ্গলবার রাতে দেওয়া পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, ‘যেখানে সবচেয়ে বেশি ব্যথা সেখানে আঘাত কর, তাদেরকে তাদের নিজ দেশে ফিরিয়ে দাও। দুই পৃথক ঘটনায় শ্রীভূমি সেক্টর থেকে ২১ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়েছে। আমাদের অনুপ্রবেশবিরোধী প্রচেষ্টা আরও জোরদার করা হবে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’