পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত হয়ে ৫ জন ঢামেক হাসপাতালে

অনলাইন ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ১৭:০০
শেয়ার :
পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত হয়ে ৫ জন ঢামেক হাসপাতালে

তিন দফা দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ২টার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পাঁচ ছাত্র আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

আহতরা হলেন বুয়েটছাত্র নাবিদ (২১), শাহাদাৎ (২২), নাভিদ (২১), রুয়েটছাত্র রিজন (২৩) ও আহসানউল্লাহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদিব (২২)।

আহত রিজন বলেন, ‘তিন দফা দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই দাবির সমর্থনে শুধু বুয়েট নয়, বাংলাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আহত অবস্থায় পাঁচ ছাত্রকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বাকি দুজন এখনো জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।