১০০ টাকা নিয়ে বাগবিতণ্ডার পর হামলা, দোকানির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ১৫:৫৬
শেয়ার :
১০০ টাকা নিয়ে বাগবিতণ্ডার পর হামলা, দোকানির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছেঁড়া ১০০ টাকার নোট নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাবুল হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট সকালে বড়চক এলাকার আসাদুল নামের এক যুবক নিহতের ভাই মোয়াজ্জেম হোসেনের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা ক্যাশআউট করেন। পরে ছেঁড়া ১০০ টাকার নোট ফেরতের দাবিতে দোকানে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর কিছুক্ষণ পর আসাদুলসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। এ সময় ভাইকে রক্ষা করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন বাবুল হোসেন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে কিছুটা সুস্থ হলে বাড়িতে নেওয়া হয়। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হামলার ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। কথাকাটাকাটির জেরে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান মানিক বলেন, ‘রক্তশূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবুল হোসেন। চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষার এক পর্যায়ে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে রক্তশূন্যতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’