মিথিলার সুখবরে খুশি সৃজিত
বেশ কিছুদিন ধরেই জোরালো গুঞ্জন- ভালো যাচ্ছে না নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার জীবন! এর পেছনে বড় একটি কারণ- সাম্প্রতিক সময়ে এই দম্পতিকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। উল্টো সৃজিতকে কলকাতার অভিনেত্রী ও তার কথিত বান্ধবী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে একত্রে নানা জায়গায় দেখা গেছে।
তবে এবার সেসব গুঞ্জনে একপ্রকার জল ঢেলে দিলেন ওপার বাংলার এই নির্মাতা। গত রবিবার রাতে ক্যারিয়ার নিয়ে একটি বড় সুসংবাদ দেন মিথিলা। জানান, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। ফলে এখন থেকে নামের সঙ্গে ডক্টরেট উপাধি যোগ করতে পারবেন।
এ নিয়ে একটি ফেসবুক পোস্টও করেন মিথিলা। এমন সুখবরে বেজায় খুশি সৃজিত। তাই তো পরদিন সোমবার সেই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেন তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে মিথিলা ও আইরার একটি বিজ্ঞাপন ফেসবুকে শেয়ার করেন সৃজিত। শুধু তাই নয়, তাহসান-মিথিলা কন্যা আইরার প্রশংসাও করেছেন ভারতের বিভিন্ন গণমাধ্যমে।
সব মিলিয়ে সৃজিত-মিথিলার দূরত্ব নিয়ে শোবিজে যে গুঞ্জন ছিল এতদিন, তা যেন মুহূর্তেই থামিয়ে দিয়েছে এই নির্মাতা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট