তারাগঞ্জে শ্বশুর-জামাতা হত্যাকাণ্ডে আরও একজন গ্রেপ্তার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ১৪:২২
শেয়ার :
তারাগঞ্জে শ্বশুর-জামাতা হত্যাকাণ্ডে আরও একজন গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যার মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাবের বিশেষ একটি টিম।

গতকাল মঙ্গলবার রুপলাল দাস ও প্রদীপ দাস হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ আলীকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে। 

জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকার মোবারক হোসেনের ছেলে তিনি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট, শনিবার উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা নামক স্থানে ভ্যান চুরির অভিযোগে গণপিটুনিতে শ্বশুর-জামাতা নিহত হন। রুপলাল দাস নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। আর একজন রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নিহত রুপলাল দাসের স্ত্রী মালতী রাণী দাস বাদি হয়ে ৭০০ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় একটি হত্যা দায়ের করেন। 

ওই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হলো।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘আসামি নিয়ে আসার জন্য আমাদের পুলিশ ফোর্সকে পাঠানো হয়েছে।‘