চীন সফরে যাচ্ছেন মোদি /

ভারতের ওপর ট্রাম্পের শুল্ক শাস্তি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ১৩:২৪
শেয়ার :
ভারতের ওপর ট্রাম্পের শুল্ক শাস্তি কার্যকর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত কঠোর অর্থনৈতিক চাপের ফলে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে নতুন মোড় নিয়েছে। সোমবার থেকে ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।

এমন প্রেক্ষাপটে, পাঁচ বছর আগে হিমালয়ের উঁচু সীমান্তে সংঘর্ষের পর প্রথমবারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরে যাচ্ছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত এক সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, ২০২০ সালে সীমান্তে হাতাহাতি, পাথর ও লাঠি দিয়ে ভয়াবহ সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক একেবারে পাথর হয়ে গিয়েছিল। কিন্তু অর্থনৈতিক চাপ ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় এবার পাথর গলিয়ে হাত মেলাতে যাচ্ছেন দুই নেতা।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার চেয়ে এখন অর্থনৈতিক স্থিতিশীলতাই দুই দেশের অগ্রাধিকার হয়ে উঠছে।

আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।

মোদি ছাড়াও রাশিয়া, পাকিস্তান, ইরান ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের নেতারা এই সপ্তাহে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। 

বেইজিং জানিয়েছে, এ বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে। এসসিও হলো মস্কো ও বেইজিং-প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা জোট, যার লক্ষ্য বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নতুনভাবে গড়া।

ভারতের উপস্থিতি এই সম্মেলনে এশিয়ার দুই শক্তিধর দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার সবচেয়ে তাৎপর্যপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের বহু বছরের সেই প্রচেষ্টাকে ব্যর্থ করতে পারে, যেখানে তারা নয়াদিল্লিকে ক্রমবর্ধমান প্রভাবশালী চীনের পাল্টা শক্তি হিসেবে গড়ে তুলতে চাইছিল।