কুয়াকাটায় আবারও ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ১২:৩০
শেয়ার :
কুয়াকাটায় আবারও ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে সাগরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সংবাদের ভিত্তিতে চর ধূলাসার এলাকা থেকে কালো টিশার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন কুয়াকাটা নৌ-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময়ে মরদেহটির পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে সমুদ্রে নিমজ্জিত জেলেদের হতে পারে।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলমান। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, এর আগে গত শনিবার, ২৩ আগস্ট সকালে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছিল। ওইদিন সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।