রাজারহাটে জুয়ার সরঞ্জামাদীসহ ৬ জুয়ারি গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ জুয়ার সরঞ্জামাদীসহ ৬ জন জুয়ারিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের নওদাবাস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জুয়া খেলা অবস্থায় তাস, নগদ টাকা ও অন্যান্য আলামতসহ ৬ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃতরা হলেন আবুল কালাম (৫০), হারুন অর রশিদ (৪৫), মিজানুর রহমান (৪৫), জয়নাল আবেদীন (৫০), চাম্পা মিয়া (৪৫) ও আজিজুল ইসলাম (৪০)।
এ ঘটনায় রাজারহাট থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করেছে।