গাজা দখলের জন্য পুরো এলাকা ধ্বংস শুরু করেছে ইসরায়েল
গাজা শহর দখলের জন্য ইসরায়েল ব্যাপক শক্তি প্রয়োগ করছে। ট্যাঙ্ক ও যুদ্ধবিমান দিয়ে পুরো এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে।
গাজায় আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আযম এ তথ্য জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে গাজা শহরের একটি বাজারে পাঁচজন নিহত হয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রামাল্লায় এক অভিযানে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বিপজ্জনক উপস্থিতি দেখা গেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ আক্রমনের নিন্দা জানিয়েছে।
স্থানীয় অ্যাম্বুলেন্স পরিষেবার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় বাস্তুচ্যুত মানুষের আবাসস্থলে রাতভর ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬২ হাজার ৮১৯ জন নিহত এবং ১ লাখ ৫৮ হাজার ৬২৯ জন আহত হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মোট ১ হাজার ১৩৯ জন নিহত হন। এছাড়া ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করে নিয়ে আসে হামাস। এরপর থেকেই ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যা এখন গাজা দখলে রূপ নিয়েছে।