বাগদান সারলেন টেইলর সুইফট
পপ সুপারস্টার টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির প্রেমের গল্প এবার নতুন অধ্যায়ে পৌঁছাল। অবশেষে বাগদান সারলেন আলোচিত এই জুটি। গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ পোস্টেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তাদের জীবনের এই বিশেষ মুহূর্ত।
পোস্টে রসিকতা করে তারা লিখেছেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’ সঙ্গে প্রকাশ করেছেন কিছু রোম্যান্টিক ছবি। গোলাপি ও সাদা ফুলে সাজানো বাগানে কেলসিকে দেখা গেছে হাঁটু গেড়ে প্রস্তাব দিতে। অন্য এক ছবিতে সুইফটের হাতে ঝলমল করছে আংটি। ব্যাকগ্রাউন্ডে বাজছিল সুইফটের নিজের গান ‘সো হাই স্কুল’।
কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ১ কোটি ৭০ লাখের বেশি লাইক পেয়েছে। ভক্তরাও আনন্দে ভাসছেন। অভিনন্দন জানিয়েছে এনএফএল কর্তৃপক্ষও। তবে কবে বিয়ে হবে, সেই তারিখ এখনো জানাননি তারা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
২০২৩ সালে কানসাস সিটি চিফসের মাঠ অ্যারোহেড স্টেডিয়ামে সুইফটের কনসার্টে গিয়ে শুরু হয় এ প্রেমকাহিনি। কেলসি তার ‘নিউ হাইটস’ পডকাস্টে জানান, তিনি সুইফটের সঙ্গে দেখা করতে না পেরে হতাশ হয়েছিলেন। খোলামেলা সেই আগ্রহই নাকি ছুঁয়ে যায় সুইফটকে। তার ভাষায়, ‘এটা যেন একদম ৮০-র দশকের জন হিউজ সিনেমার মতো—যেখানে নায়ক জানালার বাইরে দাঁড়িয়ে বুমবক্স বাজিয়ে বলছে, আমি তোমার সাথে প্রেম করতে চাই।’
সুইফট পরে টাইম ম্যাগাজিনকে বলেন, কেলসির মন্তব্য শোনার পর তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করেন। তবে প্রকাশ্যে আসেন কেবল সেপ্টেম্বরে, যখন সুইফটকে কেলসির খেলা দেখতে চিফসের মাঠে পাওয়া যায়। ‘আমরা আসলে বেশ কিছুটা সময় গোপনে একে অপরকে জানার সুযোগ পেয়েছি, যেটার জন্য আমি কৃতজ্ঞ,’ বলেন সুইফট।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এরপর থেকে একে অপরের জীবনে নিয়মিত হয়ে ওঠেন তারা। সুইফট হাজির হন একাধিক চিফস ম্যাচে, এমনকি দুইটি সুপার বোলেও। আবার কেলসিকেও দেখা গেছে সুইফটের বিশ্ব ভ্রমণ করা এরাস ট্যুর-এর নানা শোতে। লন্ডনের এক কনসার্টে তো 'টাক্সিডো' পরে মঞ্চে উঠে সুইফটকে দর্শকের সামনে চমকে দেন কেলসি।
১৪ বার গ্র্যামি জয়ী সুইফট এবারও নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’—যা আসছে ৩ অক্টোবর। সুইফটের ভাষায়, এ অ্যালবামের গানগুলো হবে আরও উচ্ছ্বসিত, কারণ ‘জীবন এখন অনেক বেশি আনন্দময়’।
প্রেম থেকে বাগদান—এখন ভক্তদের অপেক্ষা কেবল বিয়ের তারিখ ঘোষণার।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’