ইসরায়েলি ড্রোন হামলায় ৬ সিরীয় সেনা নিহত
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া টিভি জানিয়েছে, মঙ্গলবার দামেস্কের দক্ষিণে আল-কিসওয়া শহরের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় ৬ সিরীয় সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার ভোরে চ্যানেলটি জানিয়েছে, আল-কিসওয়া শহরের কাছে দামেস্কের গ্রামাঞ্চলে সিরিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার সীমান্তের ভেতরে হারমন পর্বতের আশেপাশের একটি এলাকার নিয়ন্ত্রণ নিতে ৬০ জন সৈন্য পাঠিয়েছে। তবে, ইসরায়েল তাৎক্ষণিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া তার ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। এটি কুনেইত্রার একটি শহরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ, তাদের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান এবং হারমন পর্বতের চূড়া এবং বাফার জোনে তাদের অবৈধ উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণারও নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এই আক্রমণাত্মক কার্যক্রম জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর, ইসরায়েল সিরিয়াজুড়ে সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সেই সঙ্গে ইসরায়েল সিরিয়ার গোলান হাইটস দখল করে তাদের দখলদারিত্ব আরও বাড়িয়েছে, যা ১৯৭৪ সালে সিরিয়ার সাথে একটি বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে বলে জানা যায়।
প্রসঙ্গত, প্রায় ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার নেতা আসাদ ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান, এতে করে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। এরপর গত জানুয়ারিতে রাষ্ট্রপতি আহমেদ আল-শারার নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।