কালীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিগ্রিধারী পরিচয়ে চিকিৎসা প্রদান ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে এ কারাদণ্ড প্রদান করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।
জানা গেছে, এ সময় ভ্রাম্যমান আদালতকে তার ডিগ্রির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন হাসিবুর রহমান। একই সঙ্গে তার চেম্বার ও দোকানে নিষিদ্ধ ওষুধ জব্দ করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ভুয়া ডিগ্রিধারী হাসিবুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানায়, উপজেলার লতাবর গ্রামে একটি চেম্বর খুলে বসে নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক দাবি করে স্থানীয় সাধারণ মানুষকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছিলেন স্থানীয় হাসিবুর রহমান। তার ভুয়া চিকিৎসায় ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হয়েছেন স্থানীয়রা। এমন অভিযোগে মঙ্গলবার পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও জাকিয়া সুলতানা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, ‘অবৈধভাবে চিকিৎসা প্রদান ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমানকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুর রহমান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের সামছুল হকের ছেলে।