ছাত্রদলের সাবেক নেতার ২ হাত ভেঙে দিল প্রতিপক্ষরা
পিরোজপুরের ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভর (২৮) দুই হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রিয়াজুল ইসলাম শুভ ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভর বাবা আব্দুল খালেক হাওলাদার জমির আগাছা পরিষ্কার সীমানার ভেতরে রেখেছিলেন। এ সময় প্রতিবেশী মিলন শিয়ালী ও তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ডাক-চিৎকার শুনে শুভ এগিয়ে আসলে সাগর ও শাকিল লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে, এতে তার দুই হাত ভেঙে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত শুভ ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত সাগর শিয়ালী ও শাকিল শিয়ালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আহত ছাত্রদল নেতা শুভ অভিযোগ করে বলেন, ‘আমার বাবা জমিতে আগাছা পরিষ্কার করতে ছিলেন। এ সময় বিনা কারণে মিলন শিয়ালী ও তার দুই ছেলে আমার বাবার ওপর হামলা চালায়। বাবার ডাক-চিৎকার শুনে আমি গেলে তারা লোহার রড দিয়ে আমার দুই হাত ভেঙে দেয়।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।