ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ২১:২৮
শেয়ার :
ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনের কারাদণ্ড

ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অধীনে পরিচালিত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মিরপুর মডেল, দারুসসালাম, কাফরুল, ভাষানটেক, রূপনগর, শাহআলী এবং পল্লবী থানা পুলিশের অভিযানের ভিত্তিতে আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে ১৬টি মামলায় বিভিন্ন অভিযোগে অপরাধ অনুযায়ী সাজা দেওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওই সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসাইন। ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং এবং রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধগুলো নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন।

তিনি আরও জানান, ঢাকা মহানগর পুলিশ অপরাধ দমনে সর্বদা বদ্ধপরিকর। এ ধরনের নিয়মিত অভিযান এবং তাৎক্ষণিক বিচার কার্যক্রমের মাধ্যমে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।