ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে তার আগে সংস্কার রূপরেখা দিতে হবে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে এনসিপির আপত্তি নেই। তবে তার আগে সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘মায়ের ডাক’–এর আয়োজনে বিগত ১৫ বছরে গুম নিয়ে ১০ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগষ্ট পরবর্তী ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতানৈক্যের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। গুম কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। গুমের বিষয়টি সুনির্দিষ্ট, এর তদন্ত করতে হবে, প্রধান উপদেষ্টা বিষয়টি এড়িয়ে গেলে দায় তাকেই নিতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ব্যক্তিগত চরিত্র হনন গণতন্ত্রের শত্রু উল্লেখ করে তিনি বলেন, মতপার্থক্যের কারণে রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, যা কাম্য নয়।
এ সময় গুমের সমালোচনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তিনি স্থায়ীভাবে স্বাধীন গুম কমিশন গঠনসহ তিনটি দাবি তুলে ধরেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?