বিয়ের ৬ মাসেই সন্তান জন্মদান নিয়ে প্রশ্ন, যা বললেন নেহা ধুপিয়া
অনেকটা গোপনেই বিয়েই করেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও মডেল, অভিনেতা অঙ্গদ বেদি। তাদের বিয়ে নিয়ে সে সময় অনেক চর্চা হয়েছিল। তবে সে চর্চাকেও ছাড়িয়ে গেছে তাদের সন্তান জন্মলাভের পর। বিয়ের মাত্র ছয় মাসেই মা হয়েছেন নেহা ধুপিয়া। আর এ কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন, বিয়ের ছয় মাসের মধ্যে কীভাবে মা হলেন এ অভিনেত্রী। এবার এ প্রশ্নে এবার খুলেছেন নেহা ধুপিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম মিডডে ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নেহা ধুপিয়া বলেন, ‘আমি অঙ্গদকে বিয়ে করার ছয় মাসের মধ্যে কন্যাসন্তানের জন্ম দিই। কীভাবে বিয়ের ছয় মাসের মধ্যে আমি মা হলাম, তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখনও দেখি কোন কোন অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন, তা নিয়ে আলোচনা হয়। যাই হোক, আমি অন্ততপক্ষে নীনা গুপ্তা ও আলিয়া ভাটের মতো অভিনেত্রীর সঙ্গে এক সারিতে রয়েছি। সত্যি বলছি, এটা (এ আলোচনা) বিরক্তিকর।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি বলেন, ‘নারীদের স্বাস্থ্য সংক্রান্ত বদ্ধমূল ধারণা এবার বদলের সময় এসেছে। আমি সচেতনতা প্রচার করতে চাই। বস্তাপচা ধারণা বদল করতে চাই। নারীদের বোঝাতে চাই তারা কেউ একা নন। এই বিষয়গুলো ধামাচাপা দিয়ে রেখে দেওয়ার মতো নয়। যতই আমার সমালোচনা করা হোক না কেন, আমি থেমে থাকার পাত্রী নই।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট