মন্তব্যকারীকে ‘কুলাঙ্গার’ বললেন প্রভা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে ২০০৫ সালে শোবিজে পা রাখেন এই তিনি। এরপর নাম লিখান অভিনয়ে। কাজ করেছেন অসংখ্য নাটক ও টেলিছবিতে। এরপর ব্যক্তিজীবনের ছন্দপতন ঘটলে, কঠিন একটা সময় পার করতে হয় এই অভিনেত্রীকে। ওই সময় অভিনয় থেকে অনেকটাই দূরে ছিলেন প্রভা।
মাঝে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রভা। যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে রূপসজ্জার ওপর একটি কর্মশালাও করেছেন তিনি। ইতিমধ্যেই সফলভাবে কোর্সটি শেষ করে দেশে ফিরেছেন। বর্তমানে আবারও অভিনয়ে সরব হয়েছেন। সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কিছু ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন প্রভা। আর সেই ছবিতে বাজে মন্তব্যের শিকার হয়েছেন এই অভিনেত্রী। সাধারণত তিনি কোনো মন্তব্যের জবাব দেন না। তবে এবার আর মুখ বুঝে ছিলেন না। মন্তব্যকারীকে কড়া জবাব দিলেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মহিউদ্দিন আল কাদেরীর বাজে মন্তব্যের পাল্টা জবাবে প্রভা লিখেছেন, ‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’
প্রভার এমন কড়া জবাবের প্রশংসা করছেন তার ভক্তরা। তারাও বাজে মন্তব্যকারীর উদ্দেশ্যে নানা কথা লিখে যাচ্ছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট