স্কুলের মাঠে হচ্ছে ঘাসের চাষ, লিজ দিয়েছেন প্রধান শিক্ষক!

ধোবাউড়া (ময়মনসিংহে) প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৬:০৬
শেয়ার :
স্কুলের মাঠে হচ্ছে ঘাসের চাষ, লিজ দিয়েছেন প্রধান শিক্ষক!

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গবাদিপশুর জন্য ঘাস চাষ করা হয়েছে। এতে করে বিদ্যালয়ের মাঠ দখল হয়ে যাওয়ায় খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। এই ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাৎসরিক টাকার বিনিময়ে মাঠটি লিজ দিয়েছেন।

তবে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যালয়ের মাঠ কাউকে লিজ দেওয়া হয়নি। জালাল উদ্দীনসহ কিছু স্থানীয় ব্যক্তির বিদ্যালয়ের জমিতে অংশ রয়েছে, তাই তারা ঘাস লাগিয়েছে। এর বিনিময়ে কোনো অর্থ নেওয়া হয়নি।’

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের ফটক থেকে শুরু করে স্কুলের বারান্দার পাশ পর্যন্ত অনেকটা জায়গাজুড়ে ঘাসের আবাদ করা হয়েছে। ঘাসের জমি বাঁশের বেড়া ও সূতার জালে ঘেরা। ফলে মাঠটি এখন পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

শিশুরা অভিযোগ করেছে, মাঠে জায়গা না থাকায় তারা খেলাধুলা করতে পারছে না। স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে জানান, স্কুলে অবস্থানরত শিশুরা খেলাধুলা করতে পারছে না। প্রধান শিক্ষক মাঠে ঘাসের আবাদ করে রেখেছে। মাঠটি দ্রুত ফাঁকা করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ের মাঠে ঘাস, শ্রেণিকক্ষগুলোতে রয়েছে নানান সমস্যা। এ ছাড়া সময়ের আগেই স্কুল ছুটি দেওয়া হয়। এগুলো নিরসনে প্রধান শিক্ষকসহ বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো উদ্যোগে নিচ্ছেন না।

স্থানীয় বাসিন্দা জালাল বলেন, ‘মাঠটি একসময় ফাঁকা আছিন, পুলাফাইন খেলত। এখন মাঠে ঘাস লাগাইছে তারা রুম থেকে বাইরতেরে না।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী ছিদ্দিক জানান, বিষয়টি দুঃখজনক। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন আমাদের সময়কে বলেন, ‘বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’