পটিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৫:০০
শেয়ার :
পটিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

পটিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইউনিয়নের দক্ষিণ আশিয়া আলী আহমদ ডিলারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করেন।

নিহতরা হলেন, পাশ্ববর্তী এলাকার মৌলানা নুর আহমদ বাড়ির মৃত সোলাইমানের ছেলে মো. নাজু আহমেদ, দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের একমাত্র ছেলে মো. তারেক আহমেদ।

জানা গেছে, দক্ষিণ আশিয়ার জানে আলমের নতুন ঘরে দু’জন শ্রমিক ট্যাংকের ভেতরে স্যানটারিংয়ের কাজ করার জন্য প্রবেশ করলে তারা আর বের হয়ে উপরে উটতে পারেননি। ধারণা করা হচ্ছে, সেখানে ঢুকে তারা অক্সিজেন সংকটে পড়ে শ্বাসরোধ হয়ে মারা যায়। স্থানীয়রা উদ্ধারের প্রচেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও পটিয়া থানার পুলিশের টিম ঘটনার স্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান ও তদন্ত ওসি যুযুৎসু যশ চাকমা বলেন, লাশ দু’টি থানায় আনা হয়েছে। নির্মাণাধীন ঘরের ট্যাংকি পরিদর্শন করেছি।পরিবারের কোনো অভিযোগ পায়নি। তবে তদন্ত চলছে। 

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযোগের পরিপেক্ষিতে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।