২৪ টাকা দরে আটা দেবে সরকার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবং স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ নিতে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের (ওএমএস) পাশাপাশি আলাদাভাবে ওইসব বিক্রয়কেন্দ্রে ২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার।
আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সারা দেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা বা উপজেলা, জেলা সদর পৌরসভা) চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কার্যক্রমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রির পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন ১ মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। জনগণ নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা দামে কিনতে পারবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জানা গেছে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।