কোম্পানীগঞ্জে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রভাবশালীদের দখলকৃত চাপরাশি খালের লগি ভাঙ্গা খালের অংশের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার দিনব্যাপী চরফকিরা ইউনিয়নের মাঝে বয়ে যাওয়া লগি ভাঙ্গা খালের মোল্লার দোকান থেকে শিশু তলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকার খালে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
অভিযান সুত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী খালের ওপর কোনো ভবন, দোকানপাট করা যাবে না। কিন্তু এসব ভবন, দোকানপাটের মালিকরা সেই নিয়ম অনুসরণ করেননি। অবৈধ দখলদাররা পানি নিষ্কাশনের পথ রুদ্ধ করে অবৈধভাবে খালের জায়গা দখল ও স্থাপনা নির্মাণ করেন। এতে এ উপজেলায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রশাসন এজন্য এসব অবৈধ দোকানপাট, কালভার্ট গুড়িয়ে দেয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, ‘আজ (সোমবার) খালের ওপরে থাকা ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খালের ভেতর থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমাদের এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।’