কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের (কেন্দ্রীয় ব্যাংক) গভর্নর লিসা কুককে তার পদ থেকে অবিলম্বে অপসারণের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চলমান বিরোধে এটি বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত এক ঘোষণায় ট্রাম্প কুককে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, কুককে গভর্নর বোর্ড থেকে সরানোর সিদ্ধান্ত কার্যকর হচ্ছে তাৎক্ষণিকভাবে।
ট্রাম্পের দাবি, বন্ধক চুক্তি সংক্রান্ত বিষয়ে কুক মিথ্যা তথ্য দিয়েছেন- এমন “যথেষ্ট কারণ” রয়েছে। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রদত্ত ক্ষমতার কথা উল্লেখ করেন, যা ব্যবহার করে কুককে অপসারণ করা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যদিও এ বিষয়ে এখনো লিসা কুক বা ফেডারেল রিজার্ভ কোনো মন্তব্য করেনি।
বিবিসি সূত্রে জানা গেছে, সুদের হার কমাতে কেন্দ্রীয় ব্যাংকের অনিচ্ছা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেডারেল রিজার্ভের উপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার সম্ভাবনা তিনি একাধিকবার উল্লেখ করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এরই ধারাবাহিকতায় ফেডের গভর্নর বোর্ডের সাত সদস্যের একজন এবং ইতিহাসে প্রথম আফ্রিকান-আমেরিকান নারী গভর্নর লিসা কুককে বরখাস্ত করার সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। ১১১ বছরের ফেড ইতিহাসে এ ধরনের পদক্ষেপ আগে কখনো ঘটেনি।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আইনি প্রশ্নও তৈরি করতে পারে। হোয়াইট হাউসকে- সম্ভবত আদালতে- প্রমাণ করতে হবে যে কুককে বরখাস্ত করার জন্য যথেষ্ট কারণ ছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ট্রাম্প তার প্রকাশিত চিঠিতে অভিযোগ করেন, কুক মিশিগানে একটি সম্পত্তির নথিতে স্বাক্ষর করেছিলেন যেখানে উল্লেখ ছিল যে সেটি হবে তার আগামী বছরের প্রধান বাসস্থান। অথচ মাত্র দুই সপ্তাহ পরই তিনি জর্জিয়ার আরেকটি সম্পত্তির জন্য একই রকম নথিতে স্বাক্ষর করেন, যেখানে সেটিকেই প্রধান বাসস্থান হিসেবে দাবি করা হয়।