একই দিনে ভাষণ দেবেন ইউনূস মোদি ও শাহবাজ

জাতিসংঘ অধিবেশন

আমাদের সময় ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
একই দিনে ভাষণ দেবেন ইউনূস মোদি ও শাহবাজ

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। সেখানে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারা বক্তব্য রাখবেন ২৬ সেপ্টেম্বর। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। বিশ্লেষকদের মতে, চলমান গাজা যুদ্ধ, ইউক্রেন সংঘাত ও সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এবারের অধিবেশন হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যস্ত কূটনৈতিক মৌসুম।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ সেপ্টেম্বর, আর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিনে বক্তব্য রাখবে ব্রাজিল, এরপর যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশ, ভারত ও পাকিস্তান বক্তব্য রাখবে ২৬ সেপ্টেম্বর। প্রাথমিক তালিকা অনুযায়ী, সেদিন সকালের সেশনে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি।

তার পর বিকালের সেশনে বক্তব্য রাখবেন শেহবাজ শরিফ, ফলে পাকিস্তানের হাতে ভারতের বক্তব্যের সরাসরি জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে। বিকালের সেশনে বক্তব্য রাখবেন ড. ইউনূসও। এবারের প্রতিপাদ্য ‘একসাথে ভালো : শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি।’

এদিকে গত মে মাসে চার দিনের সংঘর্ষের পর প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একই দিনে জাতিসংঘের ৮০তম অধিবেশনে উপস্থিত হবেন। পর্যবেক্ষকদের মতে, মোদি ও শেহবাজের ভাষণে দুই দেশের অবস্থান স্পষ্ট হয়ে উঠবে, ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয় জোর দেবে, আর পাকিস্তান কাশ্মীর ইস্যুকে সামনে আনবে।