থানার সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

রাজবাড়ী প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ১৯:০০
শেয়ার :
থানার সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

থানার সামনে থেকে দৈনিক ইনকিলাব পত্রিকার রাজবাড়ী জেলা সংবাদদাতা মো. নজরুল ইসলামের ব্যবহৃত পালসার মোটর সাইকেল (চুয়াডাঙ্গা-ল-১১-০২৪৮) চুরি হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর হাইওয়ে থানার সামনে থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়।

সাংবাদিক নজরুল ইসলাম বলেন, ‘সংবাদ সংগ্রহের জন্য রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার সামনে মোটরসাইকেল রেখে পাশে যাই। ১০ মিনিট পর ঘুরে এসে দেখতে পাই মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি। পরে সদর থানায় অভিযোগ দায়ের করেছি।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘সাংবাদিকের মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’