বিএনপির শোকজের জবাব দেবেন ফজলুর রহমান
বিএনপি থেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দেবেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি থেকে শোকজের বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি নোটিশটি রবিবার রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেব।’ তবে কবে, কখন শোকজের জবাব দেবেন তা তিনি বলেননি।
এ বিষয়ে বিএনপির এ নেতা বলেন, ‘এখনো হাতে আরও সময় আছে। দেখি, কী করি।’ তবে নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান তিনি।
রাজধানীর সেগুনবাঁগিচায় নিজের বাসার সামনে কয়েক জনের অবস্থান নেওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি যে কথা বলছি, ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে, অন্য দলের লোকেরা..., আমি জামায়াত-শিবির, মুক্তিযুদ্ধবিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলব। এতে যদি কোনো ধরনের, আমার কথার মধ্যে যদি, কারও অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটার পলিটিক্যালি এটার জবাব দেবে, আমি তাদের জবাব দেব। এটার জন্য পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার না, আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা তাদের দায়িত্ব এখন পর্যন্ত পালন করতেছে বলে আমি মনে করি।’
বিক্ষোভকারীদের অবস্থান প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ‘আমি জানি তারা এখনো সেখানে আছে। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে। এটা আমি অস্বীকার করব না। এক্কেরে ১০ মিনিটের মধ্যে পুলিশ আসছে। আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না।’
তবে বাসায় যেতে নিরাপত্তাহীনতা বোধ করছেন বলেও জানান বিএনপির এ নেতা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষকে জানাতে চাই আমার জীবন বড় শঙ্কায় আছি। আমি আমার জীবন নিয়ে যতটা চিন্তিত, তার চেয়ে আমার স্ত্রী-সন্তানদের নিয়ে বেশি চিন্তিত। মৃত্যুকে আমি ভয় করি না, তবে অপমৃত্যু আমার কাছে বেশি লজ্জাজনক।’
তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। তবে মেরে ফেললেও কোনো জিডি করব না। ছাত্ররা যদি মনে করে বা ছেলেরা যদি মনে করে আমি যে বক্তব্য দিয়েছি তাতে অপরাধ হয়েছে, তারা আমার বিরুদ্ধে মামলা করুক, কারাগারে পাঠিয়ে দিক।’
৫ আগস্ট মেনে নিতে পারছেন না— এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফজলুর রহমান বলেন, ‘আমি এটার কোনো জবাব দেব না।’
সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে গতকাল রবিবার রাতে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।