ঘুমের মধ্যে সাপের কামড়ে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে বিষাক্ত সাপের কামড়ে মো. আকরাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর বাজুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মোছা. নুরুন্নাহার।
নিহত আকরাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাজুপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাত ১১টার দিকে আকরাম তার নিজ ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের জানান তাকে ঘুমের মধ্যে কি যেন কামড় দিয়েছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় কবিরাজের কাছে গিয়ে গেলে কবিরাজ সুস্থ্য করতে পারবেন না বলে জানিয়ে দেন।
পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কবিরাজ। রাত ১টার দিকে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকরামের মৃত্যু হয়।