রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল রবিবার র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. আল মাসুদ খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর সদর থানার ধীরাশ্রম এলাকার নুরুল ইসলাম ওরফে নুরার ছেলে আহসান উল্লাহ (২৮), গাছা থানার ৩২নং ওয়ার্ড এলাকার আব্দুল বারেকের ছেলে আব্দুস সেলিম (৪৫) এবং সদর থানার ধীরাশ্রম এলাকার মৃত শাজাহান মিয়ার ছেলে মোহাম্মদ মোবারক হোসেন (৩৮)।
র্যাব জানায়, ২০২০ সালের ৩১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযানে ৩৮ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ঘটনার পর আসামিরা পলাতক ছিল। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১১ অভিযান চালায়।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এবং র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তিনজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তারা বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।