ধেয়ে আসছে টাইফুন কাজিকি /
ভিয়েতনামে সরানো হলো ৫ লাখ মানুষকে
যেকোনো সময় আছড়ে পরবে শক্তিশালী টাইফুন কাজিকি। তার আগে গতকাল রবিবার ভিয়েতনামের চারটি উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, থান হোয়া, কোয়াং ত্রি, হিউ এবং দানাং অঞ্চলের প্রায় দেড় লক্ষ পরিবারকে উপকূল থেকে সরিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় ভিয়েতনাম এয়ারলাইন্স এবং ভিয়েজেট বিমান পরিষেবা বন্ধ রেখেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারজানিয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ধেয়ে আসছে কাজিকি। এর ফলে ব্যাপক বৃষ্টি এবং বন্যার সম্ভবনা আছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ভিয়েতনামের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রবিবার সকালে ঘূর্ণিঝড়টি দেশটির মধ্যাঞ্চলীয় উপকূল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে পশ্চিমমুখী হয়ে এগোচ্ছিল এটি। বাতাসের বেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার। আজ সোমবার উপকূলে আছড়ে পড়ার সময় এর গতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস