রাশিয়া-ইউক্রেন বন্দী বিনিময়
যুদ্ধবিরতি ঘোষণা না হলেও মস্কো এবং কিয়েভের মধ্যে বন্দী প্রত্যার্পণ হয়েছে। গতকাল রবিবার এই বন্দী বিনিময় হয়। রাশিয়া জানিয়েছে, ১৪৬ জন রাশিয়ার সেনাকে প্রত্যার্পণ করেছে ইউক্রেন। একইসঙ্গে সমসংখ্যক ইউক্রেনের সেনাকেও রাশিয়া মুক্তি দিয়েছে বলে দাবি করা হয়েছে।
ইউক্রেন অবশ্য কোনো নির্দিষ্ট সংখ্যার উল্লেখ করেনি। তবে তারা বন্দি প্রত্যার্পণের বিষয়টি স্বীকার করেছে। রাশিয়া জানিয়েছে, বন্দিদের মধ্যে আটজন বেসামরিক ব্যক্তি আছেন। যাদের কুরস্ক অঞ্চল থেকে আটক করা হয়েছিল। ইউক্রেন এবিষয়েও কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে ইউক্রেনের দুই গুরুত্বপূর্ণ বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনের সাংবাদিক দিমিত্রো খিলিউককে কার্যত অপহরণ করে রাশিয়া। এছাড়াও আটক করা হয়েছিল খেরসনের মেয়র ভলোদিমির মাইকোলায়েঙ্কোকে। রোববার এই দুজনকেই মুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখনো পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যা আলোচনা হয়েছে, তার সদর্থক চিত্র কেবলমাত্র দেখা গেছে এই বন্দি প্রত্যার্পণের ক্ষেত্রেই। অন্য কোনো বিষয় নিয়েই দুই দেশ এখনো পর্যন্ত মুখ খোলেনি। আক্রমণ, প্রতি আক্রমণও বন্ধ হয়নি। বস্তুত, রবিবারইউক্রেন দাবি করেছে, দনেৎস্কে তারা তিনটি গ্রাম পুনরুদ্ধার করেছে। পূর্ব দনেৎস্কের ওই তিনটি গ্রাম রাশিয়া দখলাবে যুদ্ধবিরতি ঘোষিত হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস