অবশেষে আসছে ‘নন্দিনী’
একবার নয়, দু’বার নয়- কয়েকবার পিছিয়েছে ‘নন্দিনী’ সিনেমার মুক্তির দিনক্ষণ। সর্বশেষ গত বছরের আগস্টে মুক্তির কথা থাকলেও, সেসময় বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হলে ফের পিছিয়ে যায় সিনেমাটি। এবার সুখবর জানালেন ‘নন্দিনী’র পরিচালক সোয়াইবুর রহমান রাসেল।
তিনি জানান, সব ঠিক থাকলে আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি। যেখানে ঢাকাই অভিনেত্রী নাজিরা মৌয়ের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।
সিনেমার মুক্তি ঘিরে প্রচার-প্রচারণার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল। তিনি বলেন, ‘আমরা এখন থেকে ট্রেলার, গানসহ সিনেমাটি নিয়ে নিয়মিত প্রচারে থাকব। সেভাবেই আমরা এখন প্রস্তুত। কারণ, মুক্তির শিডিউল নিয়ে নিয়েছি। এখন আর হাতে বেশি সময় নেই। এর মধ্যেই আমরা দর্শকদের কাছে পৌঁছাতে চাই। আমরা চাই, সিনেমাটি দর্শকরা হলে এসে দেখুক। এ জন্য প্রচারণার বিকল্প কিছু নেই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমাটি নির্মিত হয়েছে লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে। চিত্রনাট্য করেছেন তামজীদ রহমান। প্রযোজনা করেছে নয়নতারা লিমিটেড। আজ সিনেমার ট্রেলার প্রকাশের কথা রয়েছে।
হার না মানা এক নারী ও এক সাংবাদিকের গল্পে এগিয়েছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়াসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, ২০১৯ সালে সিনেমার শুটিং সম্পন্ন হয়। সেই সময় কিছু জটিলতায় শুটিং বন্ধ হয়ে যায়। তারপর আসে করোনা মহামারি। লকডাউন কিছুটা শিথিল হলে পরে সিনেমাটির বাকি কাজ শেষ হয়। এর মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলেও ‘নন্দিনী’র মুক্তি কয়েক দফায় পিছিয়ে যায়।