মার্কিন রাষ্ট্রদূতকে তলব /

ইহুদি-বিরোধিতা নিয়ে ফ্রান্সে কূটনৈতিক উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ০৯:০৭
শেয়ার :
ইহুদি-বিরোধিতা নিয়ে ফ্রান্সে কূটনৈতিক উত্তেজনা

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করেছে। তিনি সম্প্রতি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখে অভিযোগ করেন যে, ফ্রান্স তাদের দেশে বেড়ে ওঠা ইহুদি-বিরোধী সহিংসতা ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

কুশনারের এই চিঠি রবিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত হয়। এতে তিনি ফ্রান্সের ইসরায়েলবিরোধী অবস্থান ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কড়া সমালোচনা করা হয়।

অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজায় ইসরায়েলের কার্যক্রমকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে, যা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা অব্যাহত রয়েছে।

তিনি লেখেন, ইসরায়েলকে লক্ষ্য করে প্রকাশ্য সমালোচনা আর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত-এসবই উগ্রপন্থীদের সাহস জোগায়, সহিংসতা বাড়ায় এবং ফ্রান্সে ইহুদিদের জীবনের জন্য হুমকি তৈরি করে। বর্তমান বিশ্বে, ‘অ্যান্টি-জায়োনিজম মানেই অ্যান্টি-সেমিটিজম, এটি একেবারেই স্পষ্ট।

রাষ্ট্রদূতের এ বক্তব্যের জবাবে দ্রুত প্রতিক্রিয়া জানায় প্যারিস।

রবিবার এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূতের এই অভিযোগগুলো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফ্রান্স দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করছে।

মন্ত্রণালয় আরও যোগ করে, ইহুদি-বিরোধিতার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।