অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে কেরানীগঞ্জে ফের রাজউকের অভিযান

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ২২:৫০
শেয়ার :
অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে কেরানীগঞ্জে ফের রাজউকের অভিযান

‎ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

‎আজ ‎রবিবার দুপুরে উপজেলার মডেল থানাধীন তারানগর ইউনিয়নের বড় মনহরিয়ার মধু সিটি-২ আবাসন প্রকল্প এলাকায় অবৈধভাবে গড়ে উঠা নির্মান বিল্ডিং গুলোতে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইন শাখার পরিচালক মো. ইকবাল হোসেন।

‎‎রাজউকের পক্ষ থেকে অথরাইজড অফিসার (জোন: ৫/২) মো. ইলিয়াস জানান, অভিযানে নিয়ম ও অনুমোদন বহির্ভূতভাবে নির্মিত ৫টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে এবং তিনটি ভবনের আংশিক অংশ ভেঙে দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, ভবন মালিকদের রাজউক থেকে ছাড়পত্র নিয়ে পুনরায় নির্মাণকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

‎‎অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সহকারী অথরাইজড অফিসার মো. কাওছাড় আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক আবু শামস রাকিব উদ্দিন ও ইমারত পরিদর্শক মো. এনামুল হক। এছাড়াও অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৪, র্যাব-১০ ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।