ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের হামলা, নিহত ২
ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় সানার কেন্দ্রীয় এলাকায় একটি পৌরসভা ভবন লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি। ইসরায়েলও একাধিকবার তাদের স্থাপনা লক্ষ্র করে হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হুতি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, ‘ইসরায়েলি আগ্রাসনে আল-সিত্তিন সড়কের একটি তেল কম্পানি স্টেশনে একাধিক হামলা হয়েছে এবং রাজধানীর দক্ষিণাংশে একটি বিদ্যুৎকেন্দ্রও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা গত রবিবারও হামলার শিকার হয়েছিল।’
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকা, বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি সংরক্ষণের সুবিধা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস