রণবীর-আলিয়ার ২৫০ কোটির বাড়ি, কী আছে এতে

বিনোদন ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ২০:৩১
শেয়ার :
রণবীর-আলিয়ার ২৫০ কোটির বাড়ি, কী আছে এতে

বলিউড তারকাদের লাইফস্টাইল ও বাড়ি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে শুরু করে অমিতাভ বচ্চনের ‘জলসা’, ভক্তদের আগ্রহ সবকিছু ঘিরেই।এর মধ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি নিয়ে কথা চলছিল অনেকদিন ধরে। বলা হচ্ছিল, মেয়ে রাহার জন্মের পর থেকেই এই তারকা দম্পতি ঠিক করেছিলেন, তাদের রাজকন্যাকে বিলাসবহুল বাংলো উপহার দেবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে তাদের। শেষ হয়েছে বিলাসবহুল ছয়তলা ভবনের কাজ। আর সেই বাড়ির ভিডিওই ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

রণবীর ও আলিয়ার এই বাংলো যে জমির উপর তৈরি হয়েছে, তা এক সময় ছিল বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেটি পান রণবীরের বাবা বলিউড কিংবদন্তী ঋষি কাপুর এবং মা নীতু কাপুর। ঋষি কাপুরই এই জমি দিয়ে যান তার একমাত্র ছেলে রণবীরকে। আর রণবীর ও আলিয়া সেই জমির উপরই বিলাসবহুল বাংলো তৈরি করে, সেটি মেয়ে রাহার নামে করে দিলেন। তাই চার প্রজন্মের স্বাক্ষী এই বাড়ি নিয়ে আগ্রহও স্বাভাবিকভাবে বেশি।  

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৬ তলা বাড়িটি তৈরি করতে লেগেছে ২৫০ কোটি টাকা। প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বারান্দা বাগান। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল। আর ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর। 

এ ছাড়া প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০ টি করে বড় আকারের রুম।  একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য। আগামী দীপাবলিতে রণবীর, আলিয়া ও ছোট্ট রাহা গৃহপ্রবেশ করবেন তাদের এই নতুন বিলাসবহুল বাংলোতে।